বগুড়ায় মজুরের হাটে পিক-আপ, নিহত ৪

বগুড়ায় দিন মজুরের হাটে পিক-আপ চাপায় চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 01:27 PM
Updated : 25 July 2020, 01:27 PM

শনিবার জেলা শহরের মাটিডালীতে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান।

নিহতরা হলেন সদর উপজেলার খামারকান্দি গ্রামের কিরাম মন্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫) ও একই জেলার মুন্টু (৪৪)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হতাহত সবাই কাজের সন্ধানে আসা দিনমজুর বলে পুলিশ জানিয়েছে।

ওসি হুমায়ুন কবীর জানান, শহরের মাটিডালীতে সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিনমজুরদের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন।

“শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহর থেকে দ্রুতগামী একটি পিক-আপ ওই হাটে আসা লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।”

ওসি বলেন, সেখান থেকে আহত ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।