মাগুরায় মারা গেলেন কোভিড-১৯ ‘নেগেটিভ’ ব্যবসায়ী

মাগুরায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে; যার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছিল।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 09:32 AM
Updated : 25 July 2020, 09:32 AM

শুক্রবার রাত ১টার দিকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে নিমাই চন্দ্র সাহা (৫৫) নামে ওই ব্যবসায়ীর তার মৃত্যু হয় বলে জেলার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান।

নিমাই নতুন বাজার বটতলা এলাকার শিবু সাহার ছেলে।তিনি নতুন বাজারে মুদি-পাটের ব্যবসা করতেন।

নিমাইয়ের ছেলে তন্ময় সাহা বলেন, “সম্প্রতি তার বাবার জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় ১৭ জুলাই তার করোনাভাইরাস  পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে।

“কিন্তু বাবার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ১২ টার দিকে তাকে মাগুরা সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই রাতেই প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকায় নেওয়র পথে তার মৃত্যু হয়।”

মাগুরা হাসপাতালে মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, “নিমাইয়ের করোনাভাইরাসের উপসর্গ থাকলেও তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল।“