কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক মেয়ের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 12:28 PM
Updated : 24 July 2020, 12:28 PM

শুক্রবার দুপুরে চিলমারী উপজেলার রমনা মিস্ত্রিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আদিলা (১১) রমনা মিস্ত্রিপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

চিলমারী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আদিলা বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। “এক পর্যায়ে স্রোতে সে ডুবে যায়।”

অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধর করতে না পেরে চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরি দল দুপুর ২টার দিকে অভিযান শুরু করে।

বিকাল ৪টার দিকে ডুবুরি দল আদিলার মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি মনোরঞ্জন সরকার জানান, চিলমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় বিকাল ৪টায় উদ্ধার করে।

এ কন্যাশিশুর ডুবে মৃত্যুর খবর নিশ্চিত কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এ নিয়ে চলতি বছর বন্যায় জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন শিশু।

পানিতে ডুবে মৃত্যু দেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ। আর বন্যা ও ঈদের সময় বেশি শিশু এভাবে মারা যায় বলে এক গবেষণায় দেখা গেছে। এছাড়া উত্তারাঞ্চলের মধ্যে কুড়িগ্রামেই শিশুর পানিতে ডুবে মৃত্যুর দুর্ঘটনা বেশি ঘটে থাকে।