করোনাভাইরাস: ১০০ দিনে ফেনীতে শনাক্ত ১১৮৪

ফেনীতে প্রথম করোনাভাইরাস সংক্রমণের পর থেকে ১০০ দিনের মধ্যে ১১৮৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 11:06 AM
Updated : 24 July 2020, 11:06 AM

একই সময়ের মধ্যে ২৮ জন মারা গেছেন বলে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস আর মাসুদ জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার নতুন করে আরও ৫২ জনসহ জেলায় মোট ১১৮৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন জেলার সিভিল সার্জনসহ ২৮ জন। শুক্রবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৩৮ জন। মৃত্যু হওয়া ২৮ জনের মধ্যে ২৪ জন পুরুষ আর চারজন নারী। তবে যারা উন্নত চিকিৎসা নিতে গিয়ে ঢাকা ও চট্টগ্রামে মারা গেছেন, তাদের হিসাব ফেনী স্বাস্থ্য বিভাগের তালিকায় যোগ হয়নি।

গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাসুদ জানান, আক্রান্তদের মধ্যে ২০ জনকে ফেনী সদর হাসপাতালে এবং ২৩ জনকে উন্নত চিকিৎসার জন্য  অন্য জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।