মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকও মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 04:01 AM
Updated : 24 July 2020, 07:17 AM

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মিয়াজ উদ্দিনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

তিনি বলেন, “স্যার বেশ কয়েকদিন ধরেই নানা ধরনের অসুখ নিয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”

মিয়াজ উদ্দিন স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন তার ছেলে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে মিয়াজ উদ্দিন খানকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। পরে তিনি ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি একবার পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।

মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও শোজ জানিয়েছেন।