ঠাকুরগাঁওয়ে বন্যার পানিতে নেমে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বন্যার পানিতে নেমে দুই শিশু মারা গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 03:52 PM
Updated : 22 July 2020, 03:52 PM

বুধবার বিকালে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে একটি কালভার্টের নিচে শিশু দুটির লাশ পাওয়া যায় বলে জানান রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

এরা হলো ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামের আনারুল হকের ছেলে রুবেল মিয়া (১২) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেল মিয়া (১০)।

রুবেল ভরনিয়া ফুঁলকুড়ি কিন্ডারগার্টেনের ছাত্র; রাজেল এখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি।

ওসি আব্দুল মান্নান জানান, ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদী, পুকুরসহ গ্রামাঞ্চলের বিভিন্ন খাল-বিল পানিতে ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে রুবেল, রাজেলসহ সাত শিশু গ্রামের একটি কালভার্টের নিচে গোসল করতে নামে। এক পর্যায়ে রুবেল ও রাজেল গভীর পানিতে তলিয়ে যায়।

“তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের খুঁজে পায়নি। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে কালভার্টের নিচ থেকে রুবেল ও রাজেলের লাশ উদ্ধার করে।”

বন্যার পানিতে তলিয়ে নিহত দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।