সাতক্ষীরায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাস উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 12:44 PM
Updated : 22 July 2020, 12:44 PM

বুধবার সকালে তারা মারা যান বলে এই হাসপাতালের চিকিৎসক ভবতোষ কুমার মন্ডল জানান।

মারা যাওয়া তিনজন হলেন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে সুভাষ চন্দ্র মন্ডল (৬৫) ও দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর (৫০)।

ডা. ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুর রহিম। বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

“জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন সুভাষ মন্ডল। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

ভবতোষ মন্ডল আরও জানান, আলকার কবীরকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।