ফেনীতে ২ ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

ফেনীর ছাগলনাইয়ায় স্থানীয় দুই ছাত্রলীগ নেতা ও এক ইউপি চেয়ারম্যানের ছেলেকে ইয়াবাসহ আটকের কথা জানিয়েছে বিজিবি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 08:29 AM
Updated : 22 July 2020, 08:29 AM

মঙ্গলবার গভীররাতে উপজেলার সীমান্তবর্তী শুভপুর পুরাতন বাজার সাহেবের হাট মোবাইল টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ফেনী-৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা জানান।

এরা হলেন-ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের ছেলে জয়চাঁদপুর গ্রামের জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পূর্ব হরিপুর রেজুমিয়া গ্রামের মোশারফ হোসেন মিলনের ছেলে তোফাজ্জল হোসেন টিটু ও একই ইউনিয়নের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পূর্ব পাঠানগার গ্রামের আবু আহম্মদের ছেলে মো. আরাফাত হোসেন সাদ্দাম।

সেলিমুদ্দোজা বলেন, “বিজিবির একটি টহলদল চম্পকনগর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৬টি ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, হকিস্টিক ও স্টিলের চেইনসহ তিনজনকে আটক করা হয়।”

ফেনী- ৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. কামরুজ্জামান বলেন, “আটকদের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। মাদক ক্রয়-বিক্রয়ের তাদের এ চক্রের সঙ্গে আরও তিনজন জড়িত রয়েছে বলেও আটকরা বিজিবিকে জানিয়েছে।”

এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা