বগুড়ায় ‘দুই পক্ষের গোলাগুলিতে’ মামলার আসামি নিহত

বগুড়ায় দুই পক্ষের গোলাগুলিতে সাত মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 06:38 AM
Updated : 22 July 2020, 06:38 AM

জেলা শহরের নিশিন্দারা এলাকায় মঙ্গলবার রাত ২টায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান।

নিহত আল-আমিন ওরফে রাব্বী (৩৭) শহরের সুলতান গন্জ পাড়ার খালেকুজ্জামান হেলালের ছেলে।

পুলিশ বলছে, আল আমিন ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

ওসির ভাষ্য, “দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এক পর্যায়ে আল আমিনকে সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্হল থেকে ১টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।