নওগাঁয় মুক্তিযোদ্ধা শংকর করোনাভাইরাস আক্রান্ত ছিলেন

নওগাঁয় মুক্তিযোদ্ধা শংকর রঞ্জন সাহার মৃত্যুর পর জানা গেল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন তিনি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 01:45 PM
Updated : 21 July 2020, 01:45 PM

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আখন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

আখতারুজ্জামান বলেন, গত শনিবার শংকর রঞ্জন সাহা অসুস্থ অবস্থায় শহরের এক বেসরকারি হাসাপালে ভর্তি হন। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকালে তিনি মারা যান। সোমবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ এর ভাইরাসের উপস্থিতি রয়েছে।

“এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১৩ জনে।”

এদিকে, গত ২৪ ঘণ্টায় পোরশা উপজেলা নির্বাহী অফিসার এবং ১০ স্বাস্থ্যকর্মীসহ ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ৯ জন, সাপাহার উপজেলায় ১০ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৮৩৯ জন।