সুনামগ‌ঞ্জে সুরমা নদীর পা‌নি ফের বিপদসীমার ওপ‌রে

ভার‌তের মেঘালয়ে টানা বৃ‌ষ্টি‌তে সুনামগ‌ঞ্জে সুরমা নদীর পা‌নি আবারও বাড়‌তে শুরু ক‌রে‌ছে।

সুনামগঞ্জ প্রতি‌নিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 11:54 AM
Updated : 21 July 2020, 11:54 AM

মঙ্গলবার দুপু‌র ৩টায় সুরমা নদীর সুনামগ‌ঞ্জের ষোলোঘর পয়েন্টে পা‌নি বিপদসীমার ৩২ সেন্টি‌মিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌য়ে‌ছে এবং গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ মিলি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে বলে জানায় পা‌নি উন্নয়ন বো‌র্ড।

সুনামগঞ্জ পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী স‌বিবুর রহমান বলেন, “ভার‌তের চেরাপু‌ঞ্চি‌তে ভারী বৃ‌ষ্টিপাত হওয়ায় সুরমার পা‌নি বৃ‌দ্ধি পা‌চ্ছে। আরও দুই-একদিন উজা‌নে বৃ‌ষ্টিপাত হ‌বে। সেখা‌নে বৃ‌ষ্টিপাত বন্ধ হ‌লে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে।”

সুনামগঞ্জ শহ‌রে সড়‌কে পা‌নি ওঠায় ক‌য়েকশ মানুষ পা‌নিবন্দি হ‌য়ে‌ছে।

স‌রেজ‌মি‌নে ঘু‌রে দেখা যায়, সুরমা নদীর পা‌নি বাড়ায় নদী তীরবর্তী কিছু নিচু এলাকা প্লা‌বিত হয়েছে। সুনামগঞ্জ শহ‌রের নবীনগর, কা‌জিরপ‌য়েন্ট, উ‌কিলপাড়া ও উত্তর আর‌পিন নগর আব‌া‌সিক এলাকা ও সড়‌কে পা‌নি ওঠায় যানবাহন চলাচল ক‌মে গে‌ছে। এসব এলাকায় ক‌য়েকশ মানুষ পা‌নিবন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে।

শহ‌রের উ‌কিলপাড়ার শী‌তেশ পাল ব‌লেন, এ নি‌য়ে তিনবার বাসায় পা‌নি ঢু‌কে‌ছে। জীব‌নে এত পা‌নি আগে দে‌খি‌নি। চরম দু‌র্ভো‌গের ম‌ধ্যে আ‌ছি।

শহ‌রের মাইজবা‌ড়ি এলাকার দিলাল আহমদ ব‌লেন, “সুরমা নদীর পা‌নি একটু বাড়‌লেই বাসার ভে‌তর হাটু পা‌নি হ‌য়ে যায়। পরিবা‌রের সদস্য‌দের নি‌য়ে আজ‌কে আত্নীয়ের বাসায় উ‌ঠে‌ছি।”

সুনামগঞ্জ শহ‌রে সড়‌কে পা‌নি ওঠায় ক‌য়েকশ মানুষ পা‌নিবন্দি হ‌য়ে‌ছে।

‌জেলা প্রশাসক আব্দুল আহাদ ব‌লেন, পা‌নিবন্দি মানুষদের আশ্রয় দিতে জেলায় প্রায় তিন শতা‌ধিক আশ্রয়কেন্দ্র খোলা রাখা হ‌য়ে‌ছে। প্রশাস‌নের পক্ষ থে‌কে শুক‌নো খাবারও মজুদ রাখা হ‌য়ে‌ছে।

এছাড়া জেলার সব উপ‌জেলার সঙ্গে জেলা প্রশাস‌নের জরু‌রি বৈঠক করা হ‌য়ে‌ছে।