ফেনীতে সম্পত্তির বিরোধে ‘হাতাহাতির সময়’ একজনের মৃত্যু

ফেনীতে সম্পত্তির বিরোধের জেরে ‘হাতাহাতির সময়’ একজনের মৃত্যু হওয়ায় পুলিশ দুইজনকে আটক করেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 07:57 AM
Updated : 21 July 2020, 07:57 AM

ফেনী থানার এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের রাস্তার খিল বাজারের রফিক মার্কেটে খোকন মিয়া (৪০) নামে এই ব্যক্তি মারা যান।

খোকন ওই এলাকার মহাজন বাড়ির রফিক মিয়ার ছেলে।

এ ঘটনায় তার ভাই হেলাল মিয়া (৩৮) ও তার ভগ্নিপতি শাহজাহানকে (৪৫) রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খোকনের শ্যালক এনামুল হক বলেন, রফিক মার্কেটের দোকান ঘরের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাই ও ভগ্নিপতির সঙ্গে মার্কেটের ভেতর খোকনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির মধ্যে খোকন জ্ঞান হারান এবং তখনই তিনি মারা যান।

তবে খোকনের স্ত্রী দাবি করেছেন, পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

এসআই সাইফুল বলেন, খবর পেয়ে রাতেই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তার ভাই ও ভগ্নিপতিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি আলমগীর হোসেন।