কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

কক্সবাজার শহরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যিনি চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশের ভাষ্য।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2020, 06:45 AM
Updated : 20 July 2020, 06:45 AM

নিহত মিজানুর রহমান (৩২) কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ার গোলাম মওলা বাবুল ওরফে জজ বাবুলের ছেলে।

সোমবার ভোরে শহরের খুরুশকূল সেতু এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক এসএম শাহজাহান কবীর জানান।

তিনি বলেন, মিজানুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমান আইন-শৃংখলা বাহিনীর নজর এড়িয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার যশোরের বেনাপোল সীমান্ত থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে কক্সবাজার জেলা পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়।

“জিজ্ঞাসাবাদে মিজানুর ইয়াবা মজুদ থাকার তথ্য পুলিশের কাছে স্বীকার করে।  ভোরে তাকে নিয়ে পুলিশের একটি দল ইয়াবা উদ্ধারে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ করে তার সহযোগীরা গুলি ছুড়তে থাকে।  পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তার সহযোগীদের গুলিতে মিজানুর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এছাড়া এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বন্দুক ও তিটি গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।