‘২০০ টাকার জন্য’ টাঙ্গাইলে চার খুন: হোতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 07:20 PM
Updated : 19 July 2020, 07:20 PM

রোববার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর আলী (২৭) ব্রাহ্মণবাড়ি এলাকার মগবর আলীর ছেলে।

গত শুক্রবার সকালে মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া উত্তরা আবাসিক এলাকায় ব্যবসায়ী আব্দুল গনি (৫২), তার স্ত্রী তাজিরন বেগম (৪২), ছেলে কলেজছাত্র তাজেল (১৭), ও মেয়ে সাদিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়।

সেরাতে গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা করেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, আসামিকে জিজ্ঞেসাবাদে সে হত্যাকান্ডের সত্যতার কথা স্বীকার করেছেন।

নিহত আব্দুল গনি সুদের ব্যবসা করতেন। আসামি সাগর আলীর সাথে আগে থেকেই সুদের লেনদেন ছিল। আসামি বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হন। গত মঙ্গলবার আব্দুল গনির কাছে দুইশ টাকার জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেওয়া হয়। এতে সাগর অপমান বোধ করেন। এরপর তার এক সহযোগীকে নিয়ে এ হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুটের পরিকল্পনা করেন আসামি।