দুর্গম হাতিয়ায় কোভিড রোগীদের বিশেষায়িত ওয়ার্ড চালু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 05:22 PM
Updated : 19 July 2020, 05:24 PM

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষায়িত এ আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিজাম উদ্দিন মিজান বলেন, বিশেষায়িত এ আইসোলেশন ওয়ার্ডটিতে ১৯টি সাধারণ শয্যার পাশাপাশি তিনটি কেবিন এবং একটি ভিভিআইপি কেবিনে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
“সংকটাপন্ন করোনা রোগীদের জন্য রয়েছে ১০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ১০টি অক্সিজেন সিলিন্ডার, প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সরবরাহের ক্ষমতা সম্পন্ন দুটি অক্সিজেন কনসেনট্রেটর, পালর্স অক্সিমিটারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।”

ওয়ার্ডটিতে দিন-রাত টানা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বরবরাহের ব্যবস্থা রয়েছে।

দ্বীপ উপজেলা হাতিয়ার যাতায়াত ব্যবস্থা নদীর জোয়ার ভাটা এবং আবহাওয়ার সাথে সম্পর্কিত হওয়ায় সংকটাপন্ন রোগীদেরকে দ্রুত জেলা সদরে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষায়িত আইসোলেসন সেন্টার চালুর ফলে সংকটাপন্ন ‘করোনাভাইরাসের রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হবে।’
নিজাম জানান, হাতিয়ায় এ পর্যন্ত ৫৬৯ জনের করোনাভাইরাস পরীক্ষার মধ্যদিয়ে ৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে রোববার পর্যন্ত সুস্থ হয়েছে ৩৮ জন। লক্ষণ নিয়ে মারা গেছে একজন।
উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।

সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আইসোলেশন ওয়ার্ডের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।