করোনাভাইরাস: রাজশাহী মেডিকেলে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুইজন আর উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 10:31 AM
Updated : 19 July 2020, 10:31 AM

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান।

তিনি বলেন, তিনজনের মধ্যে আক্রান্ত দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকারপাড়া গ্রামে ও পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে। তাদের বয়স ৫৩ ও ৭০ বছর। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আবদুস সাত্তার খান (৭৩) নামে বিদ্যুৎ বিভাগের একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী।

সাত্তার খানের বাড়ি গাজীপুর। ছেলের সঙ্গে তিনি রাজশাহী শহরে বসবাস করতেন।

এছাড়া রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক রোববার সকালে এক প্রতিবেদনে জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত রাজশাহী জেলায় আক্রান্ত হয়েছেন ২১০৮ জন। তাদের মধ্যে ১৬৬৬ জনই সিটি করপোরেশন এলাকার। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। তার মধ্যে আটজনই সিটি করপোরেশন এলাকার।