দিনাজপুরে ‘আল্লাহর দলের’ দুই সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 07:04 PM
Updated : 18 July 2020, 07:04 PM

শনিবার ভোর রাতে জেলা শহরের পুলহাট এলাকায় পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এই অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন মো. আলী আকাশ (৩৬) ও শাহাবুল ইসলাম সাজু (৪০)।

এই দুইজনকে আল্লাহর দলের সক্রিয় সদস্য বলছে পুলিশের এন্টি টেররিজন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম।

আখিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের পুলহাট (কসবা) এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক হওয়ার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

“গ্রেপ্তারদের মধ্যে আকাশ গাজীপুর ও নরসিংদী জেলার বিভাগীয় প্রধান এবং সাজু দিনাজপুর জেলা প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।”

আখিউল জানান, তাদের বিরুদ্ধে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে এটিইউ পরিদর্শক ইসরাফিল ইসলাম ভুইয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।