মুন্সীগঞ্জে প্রসূতির মৃত্যুতে হাসপাতালের ব্যবস্থাপক ও তিন নার্স আটক

মুন্সীগঞ্জে ‘অবহেলায়’ এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপক ও তিন নার্সকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 05:15 PM
Updated : 18 July 2020, 05:35 PM

শনিবার গজারিয়ার ভরেচরের মিয়াজী টি এইচ মেমোরিয়াল হাসপাতালের অপারেশন থিয়েটারে ওই প্রসূতির মৃত্যু হয়।

প্রয়াত খাদিজা বেগম (৩০) গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

আটকরা হলেন, মিয়াজী টিএইচ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক পলাশ রায় এবং নার্স পূজা, মিতু ও ফাতেমা।

গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রসূতির স্বজনরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে প্রসব ব্যথা নিয়ে খাদিজা মিয়াজী টিএইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। বিকাল ৩টার দিকে তাকে সিজারিয়ান করার জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। ডা. শারমিন সুলতানা এ প্রসূতির অপারেশন করার কথা ছিল। তবে অপরারেশন থিয়েটারে রোগীর মৃত্যু হয়। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা হাসপাতালে এসে চড়াও হন।

অভিযোগ করে প্রয়াতের স্বামী ইউসুফ আলী বলেন, “আমরা যতটুকু জানি অপারেশন ডাক্তার করে নাই। তারা নার্স দিয়ে অপারেশন করাইছে। তারা বলে এই ডাক্তার অপারেশন করছে, ঐ ডাক্তার অপারেশন করছে। কিন্তু অপারেশন করছে নার্স।”

তার এ অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ডা. শারমিন সুলতানা বলেন, “নার্স দিয়ে অপারেশনের কথা সঠিক নয়। অপারেশনটি আমিই করেছি।

“রোগীর হঠাৎ হার্টের সমস্যা দেখা দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। অ্যানেস্থেশিয়ার চিকিৎসক আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। এ ব্যাপারে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন রিজভী ভালো বলতে পারবেন।”

তবে ডা. তোফাজ্জল হোসেন রিজভীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

পরে খাদিজার স্বজনরা লাশ নিয়ে সন্ধ্যায় মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।

তবে খাদিজার নবজাতক কন্যা সন্তানটি সুস্থ রয়েছে।