প্রধানমন্ত্রীকে ফেইসবুকে ‘কটূক্তি’, মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, আলেম সমাজ ও পুলিশকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 04:12 PM
Updated : 18 July 2020, 04:12 PM

শুক্রবার রাতে শেরপুর উপজেলার কুসম্বীর বাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার আব্দুর রহমান দিদারী (২৭) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি শেরপুর উপজেলার কুসম্বীর বাগড়া জামে মসজিদের ইমাম।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাদণ্ড হওয়ার পর থেকেই ‘জামায়াত সমর্থক’ আব্দুর রহমান দিদারী উগ্র হয়ে ওঠেন।

“২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে তার নিজের ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, আলেম সমাজ ও পুলিশের বিরুদ্ধ কটূক্তিসহ নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।”

এছাড়া বিভিন্ন জলসা, ইসলামী আলোচনায়ও তিনি ওইসব মন্তব্য করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সনাতন চক্রবর্তী জানান, এসব অভিযোগে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন সনাতন চক্রবর্তী।