বগুড়ায় ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

বগুড়ার গাবতলী উপজেলায় একটি আঞ্চলিক সড়কে বেইলি সেতু ভেঙে পড়ায় বিকল্প পথে চলতে হচ্ছে এলাকাবাসীদের।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 03:34 PM
Updated : 18 July 2020, 03:34 PM

শনিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার বরুঙ্গী বিল এলাকায় এই সেতুটি সিমেন্ট বোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়ে।

সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, এই সেতুতে সতর্কতামূলক সাইন বোর্ড দেওয়া থাকলেও মানা হয়নি। অতির্ক্তি মালবোঝাই ওই ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।

ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়েছে জানিয়ে তিনি বলেন, “ব্রিজটি চলাচলের উপযোগী করতে কাজ করা হচ্ছে।”

আশরাফুজ্জামান জানান, বরুঙ্গী বিলের এই বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। সেতুর দুপাশে সওজ বিভাগ থেকে পাঁচ টনের অধিক মালামাল পরিবহনকারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইন বোর্ড় দেওয়া হয়েছে।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে সারিয়াকান্দির সঙ্গে বগুড়া শহরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিকল্প পথে যাত্রীদের চলাচল করতে হচ্ছে।