করোনাভাইরাস: সাতক্ষীরায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত একজন আর উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 10:37 AM
Updated : 18 July 2020, 10:37 AM

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তারা মারা যান। তাদের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা ও যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায়। তাদের বয়ষ ৬০ ও ৭৫ বছর।

তাদের একজন গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসেন। ভর্তির পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার পজিটিভ এসেছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যজন শনিবার ভোরে উপসর্গ নিয়ে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত ১২ জন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৩ জন।