সাতক্ষীরায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে ৩ মৃত্যু

করোনাভাইরাস উপসর্গ নিয়ে সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 04:54 PM
Updated : 17 July 2020, 04:54 PM

শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান।

এরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের কৃষক বেলাল হোসেন (৫৫), শহরের পুরাতন সাতক্ষীরার বাসিন্দা অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা গোলাম ইছাহাক (৯০) ও শহরের মুন্সিপাড়ার ইব্রাহীম হোসেন (৬০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, গত ১২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কৃষক বেলাল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে যান তিনি মারা যান।

১৩ জুলাই তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি বলে তিনি জানান।

রফিকুল ইসলাম আরও জানান, গত বুধবার (১৫ জুলাই) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলাম ইছাহাক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার তারও নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।

রফিকুল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহীম হোসেন।

“দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।”

ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।

এ নিয়ে সাতক্ষীরায় করেনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩২ জন মারা গেলেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।