রিজেন্টকাণ্ড: সাহেদের সহযোগীর ভায়রাকে রিমান্ডে চায় পুলিশ

আলোচিত রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদের সহযোগী মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালীকে রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 09:51 AM
Updated : 17 July 2020, 12:41 PM

ঢাকার আশুলিয়ার থানার এসআই মো. কামরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে তারা এই আবেদন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নরসিংপুর এলাকায় র‌্যাবের তল্লাশির সময় গিয়াস ও তার গাড়ীচালক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছে সাহেদের স্বাক্ষরসহ একটি বেসরকারি ব্যাংকের ৪৮টি চেকের পাতা, গাড়ি থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান বলেন, র‌্যাবের দায়ের করা মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দুইজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আবেদন মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে তথ্য জানা যেতে পারে।

করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদ ও তার সহযোগী মাসুদ ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।

আরও খবর