ফেনীতে কারাবন্দি সাজাপ্রাপ্তের মৃত্যু

ফেনীর কারাগারে বন্দি থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 02:09 PM
Updated : 16 July 2020, 02:09 PM

বৃহস্পতিবার সকালে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগের রাতে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত শফিকুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঘাঘরা গ্রামের বাসিন্দা।

ফেনী কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, আসামি শফিকুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণপর তার মৃত্যু হয়।

জেলার শাহাদাত হোসেন আরো জানান, অনেকদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন করতেন শফিকুল। গত ৭ জুলাই ফেনী পৌরসভার পাশ থেকে মাদক নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন।

“দোষ স্বীকার করলে তাৎক্ষণিক নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠান।”

শর্শদী ইউনিয়ন পরিষদের ঘাঘরা ওয়ার্ডের  ইউপি সদস্য মিল্লাতুর রহমান মিলন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘাঘড়া গ্রামে পারিবারিক কবরস্থানে শফিকুলকে দাফন করা হয়েছে।