হবিগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, ৩ জনের সাজা

হবিগঞ্জ শহরে নকল ডিটারজেন্টের এক কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে সাজা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 01:29 PM
Updated : 16 July 2020, 01:29 PM

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের ধুলিয়াখালে এ কারখানায় অভিযানের সময় ওই তিনজনকে আটক করা ছাড়াও বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট, ভেজাল সরিষা তেল ও নিম্নমানের চা-পাতা জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, কারখানা ভবনের মালিক শহরের শায়েস্তানগরের আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধুলিয়াখালের ছালেক মিয়ার ছেলে হারুণ মিয়াকে ছয় মাসের কারাদণ্ড এবং ফিরোজ মিয়ার ছেলে মিজানুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তিনজনকেই এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ অভিযানে অংশ নেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন, এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ-পরিচালক মো. আজমুল হোসেন ও এসআই শাহিদ মিয়াসহ পুলিশ সদস্যরা।

এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ-পরিচালক আজমুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা ওই নকল কারখানাটিতে নজর রাখছিলেন। এক পর্যায়ে জেলা প্রশাসন ও সদর থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট, ভেজাল সরিষা তেল ও নিম্নমানের চা-পাতা জব্দ করা হয়।

এছাড়া বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে আটকৃতদের সাজা ও জরিমানা করা হয় বলে জানান তিনি।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এনএসআই’র ওই কর্মকর্তা।