দশ কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত, কুষ্টিয়ায় ব্যাংক অবরুদ্ধ

কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় কুষ্টিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখা অবরুদ্ধ করেছে প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 11:59 AM
Updated : 16 July 2020, 11:59 AM

বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের এনএস রোডে থানা মোড়ে ব্যাংকটির প্রধান ফটকে তালা দিয়ে ও লালফিতা বেঁধে অবরুদ্ধ করেন সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ টিম।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সাত দিন ধরে ব্যাংটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করান।

“পরীক্ষায় ১০ জনের করোনভাইরাস শনাক্ত হয়। তাই জেলা প্রশাসনের উদ্যেগে ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে।”

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত জেলায় এক হাজার ৭০ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে; মারা গেছে ২০ জন।