করোনাভাইরাস: নড়াইলে আবার এক চিকিৎসক আক্রান্ত

নড়াইলে আবার এক চিকিৎসকসহ আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 07:32 AM
Updated : 16 July 2020, 07:32 AM

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. আবদুল মোমেন।

তিনি বলেন, নড়াইলের সর্বশেষ আক্রান্ত এই চিকিৎসক লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। আক্রান্ত অন্যরা হলেন লোহাগড়া উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ১১ জন ও কালিয়ায় তিনজন।

এ নিয়ে এ জেলায় ২১ জন পুলিশ সদস্য ও ১১ জন চিকিৎসকসহ মোট ৪৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হল বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, তাদের মধ্যে ১০ চিকিৎসক ও পুলিশ সদস্যসহ ২১৩ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন আটজন। এখন ১৬ জন হাসপাতালে আর অন্যরা বাড়িতে আইসোলেশনে আছেন। তারা সুস্থ আছেন।