বন্যা: ফরিদপুরে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি

ফরিদপুরের সদরপুর উপজেলায় বন্যায় অন্তত ৩০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্য কিছু এলাকাও তলিয়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 06:50 AM
Updated : 16 July 2020, 06:50 AM

সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, তার উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক জায়গায় সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষজন কষ্টে আছে।

এছাড়া সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ৭০ শতাংশই পানিতে তলিয়ে গেছে বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, ওই সব এলাকার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “এবার পানি বৃদ্ধির হার যেকোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি ঢুকছে।”

বন্যা মোকাবিলার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন।

তিনি বলেন, নিন্মাঞ্চলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতরা প্রয়োজন মনে করলে সেখানে আশ্রয় নিতে পারেন। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার মজুদ রয়েছে।