গোপালগঞ্জে আরও ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত

গোপালগঞ্জে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো এক হাজার ১৩৫ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 05:27 AM
Updated : 16 July 2020, 05:27 AM

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২২ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯১ জন। 

“সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলায় মারা গেছেন ২১ জন।”

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন করে ৪২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।  

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ‘লকডাউন’ করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়।