গোপালগঞ্জে করোনাভাইরাসে আ.লীগ নেতার মৃত্যু

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 06:47 PM
Updated : 15 July 2020, 06:47 PM

বুধবার খুলনা করোনার জন্য নির্ধারিত হাসপাতালে আওয়ামী লীগ নেতা এবং গ্রামে নিজের বাড়িতে অপরজন মারা যান।

তারা হলেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) এবং কাশিয়ানী সদরের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ জুলাই রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনই তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

“পরে স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাত ৯টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।”

এদিকে, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ জানান, বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী পোনা গ্রামের মাহফুজ মোল্লার করোনাভাইরাস  শনাক্ত হয়।

“রাত ১১টার দিকে পোনা গ্রামের তার বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স পাঠাতে পাঠাতে তিনি মারা যান।”

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কাশিয়ানীর দুই জনের মৃত্যু হয়েছে বলে জানান এ কর্মকর্তা।