হিলি বন্দরে ভারতীয় ট্রাক থেকে ইলিশ জব্দ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিজিবি ১৩০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে একটি ভারতীয় ট্রাক থেকে, যেটি এপারে পণ্য খালাস করে ফিরে যাচ্ছিল।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 04:03 PM
Updated : 15 July 2020, 04:03 PM

বুধবার সীমান্তের চেক পোস্টের শূন্য রেখায় মাছগুলি উদ্ধার করা হয় বলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের গোয়েন্দা সদস্য হাবিব জানান।

হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকটি পণ্য খালাস করে ফিরে যাচ্ছিল।

“যাওয়ায় সময় হিলি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে ভারতে প্রবেশের সময় ট্রাক তল্লাশি করে ১১৯টি মাছ উদ্ধার করা হয়, যেগুলোর ওজন ১৩০ কেজি।”

পরে মাছগুলি স্থানীয় তিনটি এতিমখানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।