বান্দরবানে ‘লকডাউন’ উঠলেও পর্যটন স্পট বন্ধ

একুশ দিন অবরুদ্ধ থাকার পর বান্দরবানের সদর ও লামা পৌরসভা এলাকায় ‘লকডাউন’ শেষ হলেও ঈদের আগে কোনো পর্যটন স্পট খুলবে না।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 03:59 PM
Updated : 15 July 2020, 03:59 PM

বুধবার রাত ১২টায় থেকে এই ‘লকডাউন’ শেষ হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন জানান, আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী বান্দরবান সদর ও লামা পৌরসভা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।

“সর্বসাধারণের সামগ্রিক জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক রাখার জন্য আগামীকাল থেকে লকডাউন শিথিল করা হবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট এবং শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে। এসব এলাকার অভ্যন্তরীণ রুটে রিকশা, টমটম, ভ্যান, সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে পারবে।

“তবে কোরবানি ঈদের আগে জেলার পর্যটন স্পটগুলো এবং আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।”

এ দুই রেডজোন এলাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকায় গাড়ি চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর পৌরসভা এবং লামা পৌরসভা রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৫ জনু থেকে ২১ দিনের লকডাউন কার্যকর করে স্থানীয় প্রশাসন।

বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল ত্রিপুরা জানিয়েছেন, জেলায় এ রোগে আক্রান্তের মোট সংখ্যা ৪৯৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত ৪ জন মারা গেছেন।