জয়পুরহাটে ‘মাদক কারবারির’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলায় একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যিনি মাদক কারবারি বলে পুলিশের ভাষ্য।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 08:31 AM
Updated : 15 July 2020, 09:10 AM

বুধবার সকালে ভুটিয়াপাড়া কদমতলী সেতুর কাছ থেকে রুবেল হোসেন ডালিম (৩৫) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান।

তবে পুলিশ ডালিমের পুরো ঠিকানা বলতে পারেনি।

পুলিশ সুপার বলেন, “মাদকদ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পেয়ে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী রুবেলের গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায় পুলিশ।

“মাদক সংক্রান্ত বিরোধের জেরে ডালিম প্রতিপক্ষ গ্রুপের গুলিতে নিহত হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ ‘বেশ কিছু’ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্যের আটটি মামলা আছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।