আশুগঞ্জে মেঘনায় মাছধরা নৌকাডুবি, জেলে নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 05:19 PM
Updated : 14 July 2020, 05:19 PM

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে আশুগঞ্জ বাজারের বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তির উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ হোসেন মিয়া (৫৫) উপজেলার তালশহর এলাকার বছুর বাড়ির প্রয়াত সিদ্দিক মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, ভোররাত থেকেই একটি ডিঙ্গি নৌকা দিয়ে হোসেন মিয়াসহ আরও দুইজন মেঘনা নদীতে মাছ ধরছিলেন।

“এক পর্যায়ে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন প্রজেক্টের মালামাল উঠা-নামার কাজে ব্যবহৃত ফেরি বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই নদীতে ছিটকে পড়েন।”

বাকি দুজন তীরে উঠতে পারলেও হোসেন মিয়া নদীর স্রোতে তলিয়ে যান বলে ওসি জানান।

ওসি জানান, খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ডুবে যাওয়া নৌকা ও জাল উদ্ধার করা হয়েছে। নৌ-বাহীনির একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।