ফেনীর মুহুরী নদীর বাঁধের স্থায়ী সংস্কার দাবি

ফেনীর মুহুরী নদীর বাঁধের স্থায়ী সংস্কার দাবি করেছে এলাকাবাসী।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 12:16 PM
Updated : 14 July 2020, 12:42 PM

স্থানীয়দের ভাষ্য, বর্ষায় প্রতি বছর এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড বরাবরই নামমাত্র মেরামত করে; কিন্ত তাতে কোনো কাজ হয় না। প্রতি বছরই একই ক্ষতির মুখে পড়তে হয় এলাকার মানুষের।    

কয়েকদিন ধরে উজানের ঢল ও টানা বর্ষণে মুহুরী নদীর পানি বেড়ে বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে মুরগি খামার ও বীজতলা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৬টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে সোমবার সকালে নদীর পানি বিপদ সীমার ১ মিটার উপর প্রবাহিত হয়েছিল।

মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম ও ফুলগাজী অংশে ১১টি স্থানে ভেঙে গ্রামে পানি ঢুকেছে জানিয়ে তিনি বলেন, “ভেঙে যাওয়া অংশে পানি কমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।”

পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে গেলেও সোমবার রাতে সড়ক থেকে পানি নেমে গেছে। তবে গ্রামের নিম্নাঞ্চল এখনও ডুবে আছে। পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর বলেন, “আমরা ত্রাণ চাই না, বাঁধের স্থায়ী সংস্কার চাই। প্রতিবছর আমরা ক্ষতিগ্রস্ত হলেও সরকার নামমাত্র ত্রাণ দিয়ে দায়সারা কাজ করে। নদী তীরবর্তী এলাকার মানুষের দুঃখ কেউ বুঝতে চায় না।”

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর আশ্বাস দিয়ে গেলেও বাঁধের স্থায়ী মেরামতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগ নেয় না।”

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা বলেন, পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে ১৫০ টন চাল ও নগদ ২ লাখ টাকার সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্ধ দেওয়া হবে।