লক্ষ্মীপুরে যৌতুক দাবির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌতুক দাবির অভিযোগে ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 09:12 AM
Updated : 14 July 2020, 09:12 AM

আটক সুমন মিঝি রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

রায়পুর থানার এসআই মো. শামসুল আরেফিন জানান, “স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার অভিযোগে ৯ জুলাই তার স্ত্রী সুমনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা  করেন।”

অন্য আসামিরা হলেন সুমনের মা নয়ন বেগম, বোন শাহানাজ বেগম ও ভাই মো. টুটুল।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তখন সুমন যৌতুক হিসেবে ফার্নিচার নিয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। এতে তার শাশুড়ি, ননদ ও দেবর সহযোগিতা করতেন। এরই মধ্যে সুমন তার স্ত্রীর কিছু ছবি তুলে সেগুলো প্রচারের ভয় দেখিয়ে আবার তিন লাখ টাকার জন্য চাপ দেন। টাকা না দিলে স্ত্রীকে মারধর করেন সুমন।

এছাড়া সুমন তার স্ত্রীর মা ও নানিকেও পিটিয়ে আহত করেন এবং অন্য আসামিরা তাতে সহযোগিতা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।