বগুড়ায় উপ-নির্বাচন: টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর বাবা আটক

বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 04:01 PM
Updated : 13 July 2020, 04:01 PM

সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মন্ডল জানান, এ সময় তাদের মাইক্রোবাস জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন প্রার্থী ইয়াসির রহমতুল্লাহর বাবা ইন্তেজার রহমান (৬৫), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে রোহান ফয়সাল (২৫), আব্দুর রশিদের ছেলে ফারবিন বিন রশিদ (২০), বাবলু প্রামানিকে ছেলে মিকানুর রহমান (২৬) ও মাইক্রোবাস চালক ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার শহিজল ইসলামের ছেলে জামাল হোসেন (৩০)।

রোববার রাত দেড়টার দিকে সোনাতলা উপজেলার গড়ফতেপুর তিন মাথা মোড় থেকে তাদের মাইক্রোবাসসহ আটক করা হয়।

পরিদর্শক জাহিদ বলেন, “টাকা দিয়ে তারা ভোটারদের প্রভাবিত করতে চাচ্ছিলেন এমনটা হতে পারে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মঙ্গলবার বগুড়া-১ [সোনাতলা-সারিয়াকান্দি] ও যশোর-৬ [কেশবপুর] আসনে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।