নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 01:59 PM
Updated : 13 July 2020, 01:59 PM

সোমবার দুপুরে নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত আব্দুস সাত্তার (৫৭) পত্নীতলা উপজেলার গোড়হাড়িয়া গ্রামের মহীর উদ্দীনের ছেলে।  এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই পদে চাকরি করতেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ জানান, গত ৪ জুলাই আব্দুস সাত্তারের

নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৯ জুলাই তার করোনাভাইরাস পজিটিভ আসে। এ অবস্থায় তাকে বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

“সোমবার দুপুরে হঠাৎ করেই আব্দুস সাত্তারের শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ৩টায় তার মৃত্যু হয়।”

এ জেলায় এ পর্যন্ত ৭ হাজার ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার ৪৫৮ জনের ফলাফল পাওয়া গেছে। এতে ৬৭৬ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১১ জন।