ফেনীতে করোনাভাইরাসে নারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর এক নারীর মৃত্যু হয়েছে।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 07:06 AM
Updated : 13 July 2020, 07:06 AM

রোববার রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা আক্তারের (৫২) মৃত্যু হয় বলে পরিবারের এক সদস্য জানান।

মৃত সেলিনা আক্তার (৫২) ফেনী শহরের একাডেমী বনানীপাড়ার খানকা শরিফের মোহাম্মদ সেলিমের স্ত্রী ও ফেনী পৌর যুবলীগে সাংগঠনিক সম্পাদক তারেক আফতাবের মা।

নিহতের ছেলে তারেক আফতাব জানান, তার মা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। চলতি মাসের শুরুতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক স্বজনকে দেখতে যান। এর কয়েকদিন পর তিনি অসুস্থবোধ করলে শহরের দাউদপুল এলাকার ফেনী জেনারেল (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়। সেখোন অবস্থার উন্নতি না হওয়ায় পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত ৭ জুলাই তাকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কোভিড-১৯ পরীক্ষা করালে গত ৯ জুলাই পজিটিভ পাওয়া যায়। এরপর অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রোববার দুপুরে তিনি মারা যান।”

ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার জানান, প্রয়াতের মরদেহ ফেনী আনার পর তার বাবার বাড়ি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।