নাসিরনগরে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বহু বছরের পুরনো খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 06:16 PM
Updated : 12 July 2020, 06:16 PM

রোববার উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধনে নাসিরপুর গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।

ওই গ্রামের মো. ইছা মিয়ার বিরুদ্ধে এই মাঠে ঘর তুলে দখল করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসিরপুর গ্রামের বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য, পান্ডব বিশ্বাস, আবু তাহের ও আকতার হোসেন।

বক্তারা বলেন, গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের ঘটনায় ইছা মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুই মাস কারাভোগ করেন তিনি। মাসখানেক আগে তিনি কারাগার থেকে ছাড়া পান।

কারাগার থেকে বের হয়ে তিনি খেলার মাঠের এক কোণে টিনের ঘর তুলে দখল করেন বলে বক্তাদের অভিযোগ।

অবিলম্বে তারা মাঠ থেকে তার ঘর সরিয়ে নেওয়ার দাবি জানান।

মানববন্ধ শেষে এলাকাবাসী নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি দেন।