সখীপুরের ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

টাঙ্গাইলে এক উপজেলা নির্বাহী অফিসারসহ নতুন ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 02:48 PM
Updated : 12 July 2020, 02:48 PM

রোববার বিকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহম্মদ আজিজুল হক এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিকালে জানান, এ নিয়ে জেলায় মোট ৯১৫ জন আক্রান্ত হল।  যাদের মধ্যে ৪৯৩ জন সুস্থ হয়েছেন এবং ২০ জন মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬ জন, সখীপুরে ১ জন, মির্জাপুরে ১৪ জন ও নাগরপুরে ১ জন, ধনবাড়ীতে ১ জন এবং বাসাইল উপজেলায় ২ জন রয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, সখীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

“৯ জুলাই ইউএনও-র স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েলের করোনা পজিটিভ হয়।”

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান আরো জানান, তার স্বামীর পর ১০ জুলাই ইউএনও, তার মা, ছেলে ও গৃহকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

“রোববার ইউএনওর করোনা পজিটিভ হয়েছে।”
বাসায় আইসোলেশনে থাকা ইউএনও লিজা জানান, তিনি ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ আছেন।