যশোরের সিভিল সার্জনের করোনাভাইরাস শনাক্ত

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 09:21 AM
Updated : 12 July 2020, 09:21 AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার পজিটি আসে।

বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষা কমিটির সদস্য শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে ৩২ জনের পরীক্ষা হয়। এতে জেলার সিভিল সার্জনসহ ১৫ জনের পজিটিভ আসে।

সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বর হওয়ায় তিনি শনিবার নমুনা দিয়েছিলেন। আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সিভিল সার্জন যশোরে করোনাভাইরাস মোকাবেলার জন্য গঠিত জেলা কমিটির তিন সদস্যের একজন।

এর আগে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপকুমার রায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন আক্রান্ত হয়ে রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেছেন।