করোনাভাইরাস: হাজার ছাড়িয়ে গেল গোপালগঞ্জে

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে; রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলার মুকসুদপুর পৌরসভার তিনটি ওয়ার্ডকে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 06:52 AM
Updated : 12 July 2020, 06:52 AM

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রোববার সকাল পর্যন্ত তারা এ জেলায় মোট ১০০১ জন আক্রান্ত হওয়ার প্রতিবেদন পেয়েছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় পাওয়া গেছে ১৫ জন আক্রান্ত হওয়ার তথ্য। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন। মারা গেছেন ১৬ জন।

সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত এ জেলায় মোট ৬১২৮টি নমূনা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। তাদের মধ্যে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন বিভাগের ৭৮ জন স্বাস্থ্যকর্মীর পজিটিভ এসেছে।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় জেলার মুকসুদপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে  অবরুদ্ধ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ তাসলিমা আলী জানান, স্বাস্থ্য বিভাগ তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে শনিবার থেকে অবরোধ বাস্তবায়ন করা হচ্ছে।