সুনামগ‌ঞ্জ শহরে ফের পানি উঠেছে

উজানের ঢল আর টানা বর্ষণে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সুনামগঞ্জ শহর সুরমার পানিতে প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 03:43 PM
Updated : 12 July 2020, 03:22 AM

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শ‌নিবার সকালে জেলার ষোলঘর প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ কারণে শহরের বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি উঠে গেছে।

এর আগে গত ২৭ জুন সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।    

টানা বর্ষণ আর উজানের ঢলে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার প্লাবিত হয়েছে সুরমা তীরের শহর সুনামগঞ্জ। আবহাওয়া অফিস শনিবার সেখানে ১৩২ মিলিমিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করেছে । পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার ষোলঘর প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হচ্ছিল।

শনিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সুরমা নদীর পা‌নি উঠে শহরের উত্তর আর‌পিননগর, তেঘ‌রিয়া, উ‌কিলপাড়া, কা‌জিরপয়েন্ট,‌ ষোলঘর, ধোপাখা‌লি, নবীনগর, মধ্যবাজার, জেল রোড ও লঞ্চঘাট এলাকা প্লাবিত হয়েছে।  

এসব এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। বহু ঘরবা‌ড়িতে পা‌নি উটেছে। বহু মানুষ পা‌নিবন্দি হয়েছে।

উ‌কিলপাড়ার ব্যবসায়ী রুবেল আহমদ বলেন, “রাতে কোনো এক সময় হটাৎ নদীর পা‌নি দোকানে ঢুকে পড়েছে। মেঝেতে বি‌ক্রির জন্য রাখা কাঁচামাল নষ্ট হয়ে গেছে। দুই দফা বন্যায় আমাদের পথে বসার উপক্রম।”

তেঘ‌রিয়া এলাকার আম্মার আহমদ ব‌লেন, “নদীর তীরবর্তী হওয়ায় আমাদের এলাকায় প্রথম ধাক্ক‌া‌তেই পা‌নি উঠে গেছে। মানুষজন পা‌নিবন্দি হয়ে পড়ে‌ চরম দু‌র্ভোগ পোহা‌চ্ছে।”

টানা বর্ষণ আর উজানের ঢলে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার প্লাবিত হয়েছে সুরমা তীরের শহর সুনামগঞ্জ। আবহাওয়া অফিস শনিবার সেখানে ১৩২ মিলিমিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করেছে । পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার ষোলঘর প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হচ্ছিল।

জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, বন্যা প‌রি‌স্থি‌তি পর্য‌বেক্ষ‌ণে ১১টি উপ‌জেলায় ক‌ন্ট্রোল রুম খোলা হ‌য়ে‌ছে। ৭৮টি আশ্রয় কেন্দ্র খোলা আ‌ছে। সেখা‌নে শুক‌নো খাবার সরবরাহ করা হ‌চ্ছে।

পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্র‌কৌশলী সা‌বিবুর রহমান বলেন, “উজা‌নে বৃষ্টি বন্ধ না হ‌লে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে না।”