মাশরাফির উদ্যোগ: নড়াইলে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে নড়াইলে কোভিড-১৯ রোগীদের জন্য অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 06:28 PM
Updated : 10 July 2020, 06:35 PM

শুক্রবার বিকালে জেলা শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, “করোনায় আক্রান্ত রোগীদের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন সেবা। চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়ে কোডিভ-১৯ আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে এ অক্সিজেন সেবা পাওয়া যাবে।

“১৫টি সিলিন্ডার দিয়ে লোহাগড়া পৌরসভা আলা মুন্সী মোড় এবং নড়াইল শহরের শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে এ সেবা চালু করা হয়েছে।  এর সাথে রোগীদের জন্য অক্সিমিটার এবং মাস্ক দেওয়া হচ্ছে।”

মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ সিলিন্ডারগুলি সরবরাহ করেছে বলে তরিকুল জানান।

এ সংগঠনের মাধ্যমে নড়াইলের সাধারণ মানুষ সেবা পাবে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান শামীমুল ইসলাম টুলু।