গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার হল মাদারীপুরে

গাজীপুর থেকে অপহণের দুই দিন পর মাদরীপুর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 12:51 PM
Updated : 10 July 2020, 12:51 PM

শুক্রবার সকালে মাদারীপুর জেলার শিবচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুটি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মধ্যপাড়ার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৫)।

অপহৃত শিশুটির মা সাজেদা আক্তার জানান, বাড়ির কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিল। গত ৭ জুলাই দুপুরে অজ্ঞাত এক নারী ঘরভাড়া নেওয়ার জন্য আসেন। দুই হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরটি ভাড়া নেন তিনি। পর দিন দুপুর ১২টার দিকে ওই ভাড়াটিয়া নারী আব্দুল্লাকে কোলে নিয়ে কিছু কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন।

সময় মতো ওই মহিলা না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সাজেদার মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহণের কথা জানিয়ে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই অজ্ঞাত ভাড়াটিয়া নারী বলে জানান তিনি।

গাছা থানার পরিদর্শক (তদন্ত) মালেক খসরু খান জানান, অপহরণের ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শিশুসহ অপহরণকারীদের অবস্থান জানতে পেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় শিশু আব্দুল্লার মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।