কক্সবাজারে ‘চিহ্নিত সন্ত্রাসী’ গুলিতে নিহত

কক্সবাজার শহরে অর্ধডজন মামলার পলাতক এক আসামি গুলিতে নিহত হয়েছেন, যাকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 12:22 PM
Updated : 10 July 2020, 12:22 PM

শুক্রবার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে কক্সবাজার থানার ওসি মাসুম খান জানান।

নিহত ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু (২৫) জেলা শহরের দক্ষিণ ঘোনারপাড়ার সব্বির আহমদের ছেলে।

ওসি মাসুম জানান, ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

মাসুম বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

“ঘটনাস্থলের আশপাশে তল্লাশি দেশে তৈরি একটি বন্দুক, দুইটি গুলি ও ২০০টি ইয়াবা করে পাওয়া যায়।”

গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।