লালমনিরহাট ও কুড়িগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু

লালমনিরহাট ও কুড়িগ্রামে বজ্রপাতে দুই জন মারা গেছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 06:24 PM
Updated : 9 July 2020, 06:24 PM

বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জের শৌলমারী এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর খোঁচাবাড়ী এলাকায় এই দুটি ঘটনা ঘটে।  

লালমনিরহাট প্রতিনিধি জানান, বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার শৌলমারী ইউনিয়নের ভোটমারী চরে মারা গেছেন কৃষক মোতালেব হোসেন (৪৫)। মোতালেব হোসেন ওই এলাকার আবু তালেবের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত জানান, সকাল থেকে কয়কজন কৃষক শৌলমারী চরে জমিতে কাজ করছিলেন। বিকালে বজ্রপাতে মোতালেব হোসেন পড়ে যান। তার সহযোগী কৃষকরা দেখতে পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হয়েছেন স্থানীয় খয়বর আলীর ছেলে আব্দুল আউয়াল (২৫)।

কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ জানান, আব্দুল আউয়াল ও নজরুল ইসলাম (২৩) বৃষ্টির মধ্যে তাদের বাড়ির পাশে জমিতে পাট কাটতে যান।

“দুপুরে বজ্রপাতে আউয়াল ঘটনাস্থলেই মারা যান এবং নজরুল গুরুতর আহত হন।”

আহত নজরুল ইসলামকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাতেন।