করোনাভাইরাস: জামালপুরে আরও ২ জনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 09:32 AM
Updated : 9 July 2020, 09:32 AM

ময়মনসিংহের এসকে হাসপাতালে ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে তারা মারা যান।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, ৫৫ বছরের এক মাদ্রাসা শিক্ষককে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার রাত ১১টায় তিনি মারা যান। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার মাইজবাড়ি গ্রামে। তিনি সরিষাবাড়ির কোনাবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

অন্যজনের বয়স হয়েছিল ৭০ বছর। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার এলাকায়।

তিনি ময়মনসিংহের এসকে হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মারা যান বলে জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, জামালপুরে মোট ৬৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ জনের।