করোনাভাইরাস: ফেনীতে উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফেনীর এক আইনজীবীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 08:09 AM
Updated : 9 July 2020, 09:36 AM

বুধবার বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাদের মধ্যে দুইজন মারা গেছেন ফেনী সদর হাসপাতালে। আরেকজন মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া জানান, করোনাভাইরাসের উপসর্গ জর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগে এক নারীসহ দুইজন বুধবার তাদের হাসপাতালে মারা যান।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার রাতে ফেনীর একজন আইনজীবীর মৃত্যু হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

ওই হাসপাতালের সহকারী পরিচালক সাজেদা খাতুন জানান, এই আইনজীবীর জর-শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। রাত ৮টার দিকে তিনি মারা যান।